কুষ্টিয়ায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

কুষ্টিয়ায়  পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

প্রতিকী ছবি

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধেএক ডাকাত সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে। আজ বুধরার ভোরে কুষ্টিয়ার সদর উপজেলার হরিপুর ইউনিয়নের শালদা গ্রামে এ বন্দুকযুদ্ধ হয়।

নিহত ডাকাত সদস্যের নাম পারভেজ খান (৩০)।তার নামেএর আগে ডাকাতিসহ বিভিন্ন ৯টি মামলা রয়েছে।পারভেজ খান কুষ্টিয়া শহরের রাজারহাট এলাকার ইউসুফ আলী খানের ছেলে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় পারভেজকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে কুষ্টিয়া সদরের হাটশ হরিপুর ইউনিয়নের শালদা গ্রামে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা ডাকাত দলের অন্য সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাতরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে পারভেজকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসময় ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন, তিন রাউন্ড গুলি ও রামদা উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।