আজ থেকে ব্যাংকের কার্য়ক্রম ২ ঘন্টা

আজ থেকে ব্যাংকের কার্য়ক্রম ২ ঘন্টা

ফাইল ছবি

রোনাভাইরাসের কারণে সরকার সরকারি-বেসরকারি সকল অফিস সাধারণ ছুটি ঘোষণা করেছে।সরকার ঘোষিত সাধারণ ছুটির সময় দেশের ব্যাংকিং ব্যবস্থার কর্মঘণ্টা কমিয়ে এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের শাখায় লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা।

আজ রবিবার থেকে সর্বসাধারণের প্রয়োজনীয়তায় ব্যাংক খোলা থাকলেও সকাল ১০টা থেকে দেড়টা পর্যন্ত কর্মঘণ্টা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সাধারণ ছুটির এই সময়ে ব্যাংকগুলো খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। তবে লেনদেনর সময় আরো সীমিত। লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। ওই সময়ের মধ্যে ব্যাংকগুলোতে নগদ জমা, নগদ উত্তোলন ও বৈদেশিক মুদ্রা লেনদেনের পাশাপাশি ডিমান্ড ড্রাফট (ডিডি), পে-অর্ডার ইস্যু করতে পারবে। এছাড়া একই ব্যাংকের একই শাখায় থাকা বিভিন্ন হিসাবের মধ্যে অর্থ স্থানান্তর করা যাবে।