১০ম বর্ষপূর্তিতে কুবির নৃবিজ্ঞান বিজ্ঞান বিভাগের ভিন্ন আয়োজন

১০ম বর্ষপূর্তিতে কুবির নৃবিজ্ঞান বিজ্ঞান বিভাগের ভিন্ন আয়োজন

ছবিঃ কুবি প্রতিনিধি

কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের ১০ বছর পূর্তি উপলক্ষে গরীব দুস্থদের জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশনে অর্থ সহায়তা প্রদান করেছে শিক্ষার্থীরা। ২৯ মার্চ বিভাগের পূর্তি উপলক্ষে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে শুক্রবার (২৮ মার্চ) বিকাশের মাধ্যমে "এক টাকায় আহার" প্রকল্পের জন্য ১১ হাজার ৫০০ টাকা সহায়তা প্রদান করে বিদ্যানন্দ ফাউন্ডেশনকে। খোজ নিয়ে জানা যায়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গত ১৭ মার্চ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। এতে শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেয় তারা এই কঠিন সময়ে বর্ষপূর্তি উপলক্ষে গরীব অসহায়দের পাশে দাড়াবে। এবং ফান্ড গঠন করে করে দেশের এই পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষদের সহায়তা করবে। এ বিষয়ে বিভাগটির চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুনিম ভুঁইয়া অনিক জানান, 'আমরা বর্তমানে একটি কঠিন সময় পার করছি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে পুরো দেশ লক ডাউন করে দেয়া হয়েছে। এতে করে গরীব অসহায় মানুষগুলো বিপাকে পড়ে। দিনের খাবার যারা দিনে জোটাত তারা পেটের ক্ষুধায় কাতর। তাই এই সময়ে আনন্দের অপর নাম হতে পারে সেই খেটে খাওয়া মানুষদের পাশে দাড়ানো। আমরা নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ক্ষুদ্র পরিসরে তা করার চেষ্টা করেছি। সর্বপরি বলব ঘরে থাকুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন।'