৯ এপ্রিল পর্যন্ত ইবির ছুটি বৃদ্ধি

৯ এপ্রিল পর্যন্ত ইবির ছুটি বৃদ্ধি

ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
করোনাভাইরাসে ভাইরাসের সংক্রমণ রোধে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছুটি আগামী ৯ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করােনা ভাইরাসের প্রাদূর্ভাবের প্রেক্ষিতে সরকারী সিদ্ধান্তের আলােকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা, আবাসিক হলসমূহ এবং পরবর্তীতে অফিসসমূহ বন্ধ ঘােষণা করা হয়। সম্প্রতি সরকারী ঘােষণা অনুযায়ী আগামী ৯ এপ্রিল এ ছুটি বৃদ্ধি করা হলাে।

তবে এ সময়ে মেডিকেলসহ জরুরী সেবাসমূহ যথারীতি চালু থাকবে এবং নিরাপত্তা কর্মীদের স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক দায়িত্ব পালন
করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এছাড়াও করােনা পরিস্থিতি সংক্রান্ত যেকোন প্রয়ােজনে 'ইবি করােনা প্রতিরােধ সেল' এর সঙ্গে যােগাযোগ  করতে বলা হয়।

উল্লেখ্য, করোনাভাইরাস আতঙ্কে সরকারি নির্দেশনা অনুযায়ী গত ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও আবাসিক হলসমূহ বন্ধ ঘোষণা করা হয়৷ পরে ২২ মার্চ থেকে একই সময় পর্যন্ত প্রশাসনিক কার্যক্রমও বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।