রাজধানীতে রিকশা শ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীতে রিকশা শ্রমিকদের সড়ক অবরোধ

রিকশা শ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীর  প্রধান কয়েকটি সড়কে রিকশা চলাচল বন্ধ করে দেয়ার প্রতিবাদে আজও আন্দোলনে নেমেছে রিকশাচালক-মালিকরা। সকাল ৮টা থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক মালিবাগ, রামপুরা, বাড্ডাসহ বেশ কয়েকটি পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।  এ সময় তারা রাজধানীর সব সড়কে রিকশা চলাচলের অনুমতি দিতে স্লোগান দেন। তাদের অবরোধের কারণে যান চলাচল বন্ধ থাকায় গুরুত্বপূর্ণ সড়কে স্থবিরতা বিরাজ করছে। 

সকাল ৮টায় রাজধানীর রামপুরার ওয়াপদা রোড, উত্তর বাড্ডা ও কুড়িল বিশ্বরোডের সড়কের একপাশে অবরোধ করে। এর ফলে বাড্ডা-রামপুরা-মালিবাগসহ আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। স্কুল ও অফিসগামীদের পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

আন্দোলনরত রিকশাচালকরা বলেন, সড়কে রিকশা চলাচলের দাবিতে আমাদের আন্দোলন চলছে। সকাল ৮টা থেকে আন্দোলন শুরু হয়েছে। চলবে দুপুর ১টা পর্যন্ত।আজ পাঁচ ঘণ্টা এ কর্মসূচি পালন করবো। এর মধ্যে দাবি না মানলে কালকে সাত ঘণ্টা সড়কে থাকব। এভাবে আন্দোলন চলবে। কারণ সব সড়কে আমাদের রিকশা চালাতে দিতে হবে। রিকশাচালকদের সড়ক অবরোধের কারণে কুড়িল বিশ্বরোড থেকে মালিবাগ পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ রয়েছে।