ভারতে করোনা আক্রান্ত ৩৬০০, মৃত ১০৪

ভারতে করোনা আক্রান্ত ৩৬০০, মৃত ১০৪

ছবিঃ সংগ্রহীত

দিন যত যাচ্ছে, ভারতে পাল্লা দিয়ে বাড়ছে করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা। করোনা ছড়িয়ে পড়ছে দেশটির বিভিন্ন রাজ্যে।

রোববার সকালে দ্য হিন্দুর হালনাগাদ তথ্য অনুযায়ী, ভারতে করোনা আক্রান্ত হয়েছেন তিন হাজার ৫৮৮ জন। মারা গেছেন ১০৪ জন।

এছাড়া ভারতে করোনা আক্রান্তদের মধ্যে ৪২ শতাংশেরই বয়স ২১ থেকে ৪০ বছর বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, করোনা সংক্রমণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। এ ছাড়া তামিলনাড়ু, কেরালা, দিল্লির মতো রাজ্যেও উদ্বেগজনকভাবে বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা।

উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় এই প্রথম বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৮ এপ্রিল সাংসদদের বৈঠকে ডেকেছেন তিনি।

সামাজিক দূরত্ব বিধিনিষেধের কারণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বহু প্রতীক্ষিত সর্বদলীয় বৈঠক হতে চলেছে। এর আগে বিভিন্ন রাজ্যের প্রশাসনের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে।

এদিকে সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১২ লাখ ২ হাজার ২৩৬ জনে দাঁড়িয়েছে। মারা গেছেন ৬৪ হাজার ৭৫৩ জন। এখন পর্যন্ত সেরে উঠেছেন ২ লাখ ৪৬ হাজার ৪৫৭ জন।