এবার করোনায় আক্রান্ত বাঘ

এবার করোনায় আক্রান্ত বাঘ

ছবিঃ সংগ্রহীত

আমেরিকার নিউইয়র্কের ব্রংস চিড়িয়াখানায় নাদিয়া নামের একটি বাঘে এবার করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেল। চার বছর বয়সী ওই বাঘটির শুকনো কাশি হয়েছে। আশা করা হচ্ছে বাঘটি সেরে উঠবে।
ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির ব্রংস জু এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।
এর আগে বিড়ালের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছিল। এবার প্রথম বাঘের শরীরে ধরা পড়ল সেই ভাইরাস।

 আমেরিকায় এমন ঘটনা দেখা গেছে ব্রোনক্স চিড়িয়াখানায় ৬টি সিংহ ও বাঘের শরীরে কোভিড-১৯-এর উপসর্গ লক্ষ্য করা গিয়েছে ৷ তবে একটি বাঘের শরীরে করোনা ধরা পড়েছে, যার অর্থ সামনের দিন আরো কঠিন থেকে কঠিনতর হতে চলেছে

৷ জানতে পারা গিয়েছে চিড়িয়াখানায় কর্মরত এক কর্মীর থেকেই এই রোগ ছড়িয়ে পড়েছে৷