করোনা শনাক্তে আরো ১০ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী

করোনা শনাক্তে আরো ১০ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী

ছবিঃ সংগ্রহীত

করোনাভাইরাস শনাক্তকরণে নমুনা পরীক্ষা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, আগে মাত্র একটি ল্যাব ছিল। এরইমধ্যে ১৭-১৮টি ল্যাব স্থাপন করা হয়েছে। আরো ১০টি নতুন ল্যাব স্থাপন করা হবে।

মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ের সিএমএসডি-তে মাঠ পর্যায়ের চিকিৎসকদের মাঝে গাড়ি হস্তান্তরের সময় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের খেয়াল রাখতে হবে টেস্টিং যেন ভালো হয়। বিশেষ করে যারা বিদেশ থেকে এসেছেন ও তাদের আশেপাশে যারা আছেন তাদের নমুনা সংগ্রহ করে কাছের ল্যাবে পাঠাবেন।

যথাযথ ব্যবস্থার কারণেই দেশে করোনা পরিস্থিতি পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো উল্লেখ করে জাহিদ মালেক বলেন, করোনা মোকাবেলায় সব পর্যায়ের কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। প্রধানমন্ত্রী এ বিষয়ে সার্বক্ষণিক দিকনির্দেশনা দিচ্ছেন। যেসব এলাকায় বাড়িতে রোগী আছেন তাদের দিকে বেশি লক্ষ্য রাখতে হবে।