ট্রাম্প-বিতর্কে জড়িয়ে ব্রিটিশ রাষ্ট্রদূত ডেরকের পদত্যাগ

ট্রাম্প-বিতর্কে জড়িয়ে ব্রিটিশ রাষ্ট্রদূত ডেরকের পদত্যাগ

ছবি সংগৃহিত।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত কিম ডেরক পদত্যাগ করেছেন। ইমেইল ফাঁস নিয়ে বিতর্কের মধ্যে ‘নিজের মত করে দায়িত্ব পালন করতে পারছেন না’ বলে জানিয়েছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের সমালোচনা করে পাঠানো ইমেইল ফাঁস এবং তা নিয়ে শুরু হওয়া বিতর্কের মুখে বুধবার তিনি পদত্যাগ করলেন।

পদত্যাগপত্রে ডেরক বলেন, “ওয়াশিংটনের দূতাবাস থেকে সরকারি নথিপত্র ফাঁস হয়ে যাওয়ার পর আমার পদ ঘিরে এবং রাষ্ট্রদূত হিসেবে আমার বাকি মেয়াদ নিয়ে নানা জল্পনা চলছে।

“আমি এ জল্পনা-কল্পনার অবসান ঘটাতে চাই। বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে আমি যেভাবে আমার দায়িত্ব পালন করতে চাই সেটা আমার জন্য অসম্ভব হয়ে পড়েছে।”

সম্প্রতি লন্ডনে পররাষ্ট্র দপ্তরে পাঠানো ইমেইলে ডেরক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রাশাসনকে ‘অকর্মা’ ‘অযোগ্য’ এবং ‘তালগোল পাকানো’ বলেছিলেন।

গত রোববার ডেইলি মেইল পত্রিকায় ডেরকের ওই ইমেইলগুলো প্রকাশ পাওয়ার পর ‘বিশেষ বন্ধুত্ব’ থাকা দুই দেশের মধ্যে টানাপোড়েন শুরু হয়।