ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তুলবে কফি!

ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তুলবে কফি!

ছবিঃ সংগ্রহীত

সারাবিশ্বে কফি পানীয় হিসেবে বেশ জনপ্রিয়। মুহূর্তেই আপনাকে চাঙ্গা করতে এক কাপ ধোঁয়া ওঠা কফিই যথেষ্ট।

তবে শুধু পানীয় হিসেবেই নয় সৌন্দর্যচর্চায়ও কফির জুড়ি মেলা ভার। প্রাচীনকাল থেকেই নারীরা রূপচর্চায় বিভিন্নভাবে ব্যবহার করছেন কফি। এটি সহজেই ত্বককে গভীরভাবে পরিষ্কার করে। এছাড়াও ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে।  

হোম কোয়ারেন্টাইনের দিনগুলোতে আপনার ত্বকের পরিচর্চায় কফি হয়ে উঠতে পারে সেরা উপাদান। ঘরে থাকা কফি দিয়েই করে নিতে পারেন ত্বকের স্ক্রাবিং। আবার মাস্ক বা প্যাক বানিয়েও ব্যবহার করতে পারেন।

জেনে নিন কীভাবে তৈরি করবেন কফি স্ক্রাব-

> একটি বাটিতে ২ টেবিল চামচ কফি গুঁড়ার সঙ্গে ১ টেবিল চামচ নারকেল অথবা অলিভ তেল মিশিয়ে নিন। এবার আপনার ভেজা মুখ এবং পুরো শরীরে এটি দিয়ে স্ক্রাব করে হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন। এটি আপনার ত্বককে গভীরভাবে পরিষ্কার করবে।  

> ২ টেবিল চামচ কফি গুঁড়ার সঙ্গে ১ টেবিল চামচ মোটা দানার চিনি আর সমপরিমাণ লেবুর রস মিশিয়ে নিন। এবার এটি আপনার ত্বকে ব্যবহার করুন। ঘড়ির কাটার উল্টা দিকে ম্যাসাজ করুন ২ থেকে ৩ মিনিট। হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

> আপনার ত্বক যদি শুষ্ক হয় তবে ২ টেবিল চামচ কফির সঙ্গে পরিমাণ মতো দুধ মিশিয়ে ত্বকে ব্যবহার করুন। এটি আপনার ত্বককে ময়েশ্চারাইজ করতে সাহায্য করবে।

ভালো এবং দ্রুত ফলাফল পেতে সপ্তাহে দুই থেকে তিনবার যে কোনো একটি কফি স্ক্রাব ব্যবহার করুন।
সূত্র: এনডিটিভি