দুই ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, এলাকায় করোনা আতঙ্ক

দুই ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, এলাকায় করোনা আতঙ্ক

ছবিঃ সংগ্রহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে ২ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রী মারা যাওয়ায় এলাকায় করোনা আতঙ্ক বিরাজ করছে। বুধবার (৮ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে করোনার কোন আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপজেলা ডা. কামাল হোসেন মুফতি।    

জানা গেছে, পৌর সদরের সেরেস্তাদারবাড়ী ৫ নং ওয়ার্ডের বাসিন্দা গীতা ভৌমিক (৭৫) সকাল ৭ টায় ও ২ ঘণ্টা পর তার স্ত্রী শিপ্রা রানী ভৌমিক (৬০) নিজ বাড়িতে মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিষয়টি নিশ্চিত হতে এডিশনাল পুলিশ সুপার মোরেলগঞ্জ সার্কেল, থানা অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজিজুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপজেলা ডা. কামাল হোসেন মুফতি বুধবার সকাল ১১ টায় ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরো পড়ুন: আড়াইহাজারে করোনা আক্রান্ত রোগী শনাক্ত, এলাকা লকডাউন

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপজেলা ডা. কামাল হোসেন মুফতি জানান, দুই ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রী মারা যাওয়ায় এলাকায় করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে করোনার কোন আলামত পাওয়া যায়নি। পরিবারের অন্যান্য সদস্যরা সুস্থ আছেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বলেন, করোনার কোন উপসর্গ ঐ পরিবারের কোন সদস্যের নেই। তারপরও বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।