সৌদিতে নিকি মিনাজের কনসার্ট বাতিল

সৌদিতে নিকি মিনাজের কনসার্ট বাতিল

ছবি সংগৃহিত।

 

সৌদি আরবের সংগীত উৎসবে শেষ পর্যন্ত অংশ নেয়ার সিদ্ধান্ত বাতিল করেছেন  নিকি মিনাজ।

নারী ও এলজিবিটি গোষ্ঠীর অধিকারের সমর্থনে জেদ্দায় তার ওই কনসার্টে অংশ নেয়ার কথা ছিলো। কিন্তু ওই কনসার্টকে নিয়ে তীব্র আলোচনা সমালোচনা তৈরি হয়েছিলো।

এছাড়া চরম রক্ষণশীল সৌদি সমাজে নিকি মিনাজের পোশাক ও গানের ভাষা কিভাবে নেয় - তা নিয়েও প্রশ্ন ছিলো।

 নিজের কনসার্ট বাতিল করে দেয়া এক বিবৃতিতে নিকি মিনাজ বলছেন, "সতর্ক পর্যবেক্ষণের পর জেদ্দা ওয়ার্ল্ড ফেস্টে আমার নির্ধারিত কনসার্ট নিয়ে এগিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি।"

এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্র ভিত্তিক হিউম্যান রাইটস ফাউন্ডেশন নিকি মিনাজের কাছে লেখা এক খোলা চিঠিতে ১৮ জুলাইয়ের ওই ফেস্টিভ্যাল থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়ার অনুরোধ জানায়।