ফরাসি রণতরীর ৬৬৮ নাবিক করোনায় আক্রান্ত

ফরাসি রণতরীর ৬৬৮ নাবিক করোনায় আক্রান্ত

ছবিঃ সংগ্রহীত

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের সমুদ্রে টহলরত অবস্থায় ‘চার্লস ডি গলে’ নামে একটি বিমানবাহী রণতরীর ছয় শতাধিক নাবিক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। খবর আল জাজিরা’র।

চার্লস ডি গলের এই রণতরীটি ইরাক ও সিরিয়ায় আইএসআইএস দমনে ন্যাটোর অনুশীলনের অংশ হিসেবে আটলান্টিকে অপারেশন কামালের মহড়ায় মোতায়েন করা হয়েছে। রণতরীটিতে ২ হাজারের মতো নাবিক ধারণ ক্ষমতা থাকলেও বর্তমানে এতে ১ হাজার ৭৬৭ জন নাবিক রয়েছেন। রণতরীতে অবস্থানকারীদের স্বাস্থ্য পরীক্ষা করলে ৬৬৮ জনের দেহে কোভিড ১৯-এর উপস্থিতি শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে ৩১ নাবিককে দেশটির টুলনে অবস্থিত সেন্ট আন্নে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।