আলজেরিয়ার প্রেসিডেন্টকে অপসারণের আহ্বান সেনাপ্রধানের

আলজেরিয়ার প্রেসিডেন্টকে অপসারণের আহ্বান সেনাপ্রধানের

প্রেসিডেন্টের সাথে সেনা প্রধান

আলজেরিয়ার প্রেসিডেন্টকে সরে দাড়ানোর আন্দোলনের মুখে শেষ পর্যন্ত সেনা বাহিনী তার বিরুদ্ধে অবস্থান গ্রহন করেছে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলআজিজ বোতেফ্লিকাকে দেশ শাসনের অনুপযুক্ত ঘোষণা করে তাকে ক্ষমতা থেকে অপসারণের দাবি তুলেছেন দেশটির সেনাবাহিনীর প্রধান। গত মাসে শুরু হওয়া প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভের জেরে মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল গায়েদ সালাহ বলেন, ‘আমাদেরকে খুব দ্রুত এই সংকট সমাধানে সাংবিধানিক কাঠামোর মধ্যে অবশ্যই একটি পথ খুঁজে পেতে হবে’। ২০ বছর ধরে ক্ষমতায় থাকা ৮২ বছর বয়স্ক বোতেফ্লিকার বিরুদ্ধে শাসনকাল দীর্ঘায়িত করতে নির্বাচন পেছানোর চক্রান্তের অভিযোগ করছেন বিক্ষোভকারীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সেনাপ্রধানের ভাষণের পর বিশেষ বৈঠকে বসেছে দেশটির সাংবিধানিক পরিষদ।

 

২০১৩ সালে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর খুব কমই প্রকাশ্যে এসেছেন প্রেসিডেন্ট বোতেফ্লিকা। গত মাসে পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের অংশ নেওয়ার ঘোষণা দিলে তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের মুখে এরইমধ্যে নির্বাচনে না লড়ার ঘোষণা দিয়েছেন তিনি। নির্বাচনি প্রক্রিয়া শুরুতে নির্ধারিত সময়ের চেয়ে দেরি হওয়ায় বিক্ষোভকারীদের অভিযোগ বোতেফ্লিকার শাসন দীর্ঘায়িত করার ষড়যন্ত্র হিসেবেই তা করা হচ্ছে।

 

বিবিসি জানিয়েছে, দেশটিতে রাজনৈতিক পালাবদল, নতুন খসড়া সংবিধান এবং নির্বাচনের তারিখ ঘোষণা করতে আলোচনা শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কোনও সময়সীমা নির্ধারণ করা হয়নি। এর মধ্যে বোতেফ্লিকা নির্বাচনে না লড়ার ঘোষণা দিলেও বিক্ষোভকারীরা দ্রুত নির্বাচনের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

বিক্ষোভের মধ্যে মঙ্গলবার টেলিভিশনে ভাষণ দেন প্রেসিডেন্টের অনুগত বলে মনে করা ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান গায়েদ সালাহ। ওই ভাষণে বিক্ষোভকারীদের প্রতি সশস্ত্রবাহিনীর সমর্থনের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ভবিষ্যতের জন্য সেনাবাহিনী ও জনগণের ঐক্যবদ্ধ লক্ষ্য রয়েছে। সেনাপ্রধান বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার একমাত্র নিশ্চয়তা সংবিধান। আর এজন্য তিনি সংবিধানের ১০২ অনুচ্ছেদ ব্যবহারের আহ্বান জানান। দেশটির বর্তমান সংবিধানের এই অনুচ্ছেদ অনুযায়ী,প্রেসিডেন্ট দেশ পরিচালনায় অক্ষম হলে সাংবিধানিক পরিষদ প্রেসিডেন্টের পদ শূন্য ঘোষণা করতে পারবে। সেনাপ্রধান বলেন, এই সমাধান সকলের গ্রহণযোগ্যতা পেয়েছে আর অবশ্যই সবাই এটি গ্রহণ করবে।

সেনাপ্রধঘানের সমাধান মেনে নেওয়া হলে বর্তমান সংবিধান অনুযায়ী দেশটির সিনেটের প্রধান আবদেলকাদের বানসাল্লাহ ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পাবেন। নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন তিনি। বিবিসি জানিয়েছে, সেনাপ্রধানের ভাষণের পর সাংবিধানিক পরিষদ বিশেষ বৈঠকে বসেছে।

আলজেরিয়ার সেনাপ্রধানের বক্তব্য দেশটিতে চলা কয়েক সপ্তাহের বিক্ষোভকে নাটকীয় মোড় দিয়েছে বলে মনে করা হচ্ছে। বিক্ষোভের মধ্যে চলতি মাসের শুরুতে দেশটির প্রধানমন্ত্রী আহমেদ ওইউয়াহিয়া পদত্যাগের ঘোষণা দেন। তার দায়িত্ব নেন স্বরাষ্ট্রমন্ত্রী নৌরেদ্দিন বেদোই।  

১৯৯০ এর দশকে আলজেরিয়ার গৃহযুদ্ধের পর সেনাবাহিনীর সমর্থনে ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট আবদেলআজিজ বোতেফ্লিকা। আলজেরিয়ার বহু বিভক্ত রাজনৈতিক ধারাকে তিনি একত্রিত করেছিলেন বলে মনে করে থাকেন অনেকেই। ২০১১ সালে আরব বসন্তে ওই অঞ্চলের বহু নেতার পতন হলেও টিকে গিয়েছিল বোতেফ্লিকার প্রেসিডেন্ট পদ।