আফগান প্রেসিডেন্ট প্রাসাদের ২০ স্টাফ করোনায় আক্রান্ত

আফগান প্রেসিডেন্ট প্রাসাদের ২০ স্টাফ করোনায় আক্রান্ত

ছবিঃ সংগ্রহীত

আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি’র প্রাসাদের প্রায় ২০ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছে। তবে এখন পর্যন্ত প্রেসিডেন্টের আক্রান্ত হওয়ার কোন আভাস পাওয়া যায়নি। দু’জন কর্মকর্তা শনিবার এ কথা জানান।

একজন কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট প্রাসাদের ২০ জন কোভিড-১৯ সংক্রমণের শিকার হয়েছেন। অপর এক কর্মকর্তা এ খবরের সত্যতা স্বীকার করে বলেছেন, প্রেসিডেন্টের প্রশাসনিক কার্যালয়ের আরো ১২ জনও করোনায় আক্রান্ত হয়েছেন।

তবে গণি’র মুখপাত্র সাদেক সিদ্দিকি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

আশরাফ গণি (৭০) সম্প্রতি দ্বিতীয় মেয়াদে তার দায়িত্ব শুরু করেছেন। এদিকে করোনা মোকাবেলায় রাজধানী কাবুলে চলছে লকডাউন। সম্প্রতি কর্তৃপক্ষ লকডাউনের সময় তিন সপ্তাহ বাড়িয়েছে।

আফগানিস্তানে সরকারি হিসেবে ৯৩৩ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। মারা গেছে ৩৩ জন। তবে আশংকা করা হচ্ছে এ সংখ্যা আরো বেশি হবে। কারণ পরীক্ষার সুযোগ সীমিত হওয়ায় আসল তথ্য জানা সম্ভব হচ্ছে না। সূত্র : বাসস