উ. কোরিয়ার নেতা কিম জং উন গুরুতর অসুস্থ

উ. কোরিয়ার নেতা কিম জং উন গুরুতর অসুস্থ

ছবিঃ সংগ্রহীত

অস্ত্রোপচারের পরে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে জানা যায়, গত ১৫ এপ্রিল কিম তার দাদার জন্মদিনের অনুষ্ঠানে অনুপস্থিত থাকায় সন্দেহ করা হয় তার শারীরিক অবস্থা ভালো নেই। উত্তর কোরিয়ার নেতাকে চারদিন আগে একটি সরকারি সভায় দেখা যায়।

দক্ষিণ কোরিয়া ভিত্তিক ওয়েবসাইট ডেইলি এন জানিয়েছে, ধূমপান, স্থুলতা ও অতিরিক্ত পরিশ্রমের কারণে কয়েক মাস ধরে কিমের স্বাস্থ্যের অবনতি ঘটেছে। সম্প্রতি উত্তর কোরিয়ার এ নেতা কার্ডিওভাসকুলার সার্জারি করান। এরপরেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।