ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে

ছবিঃ সংগ্রহীত

প্রাণঘাতী কররোনাভাইরাসের কারণে পুরো ভারত জুড়ে দ্বিতীয় দফার লকডাউন চলছে। তবে দেশটিতে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। এরমধ্যেই সেখানে করোনায় আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে।

আন্তর্জাতিক জরিপকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২০ হাজার ১৭৮ জন। মৃত্যু হয়েছে ৬৪৫ জনের। এছাড়া সুস্থ হয়েছেন ৩ হাজার ৯৭৬ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটির আরো এক হাজার ৩৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

দেশটিতে আক্রান্তের সংখ্যায় এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ২১৮ জন ও মৃত্যু হয়েছে ২৫১ জনের। এরপরেই রয়েছে গুজরাট। সেখানে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৭৮ জন। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। সেখানে আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৫৬ জন। এছাড়া মধ্যপ্রদেশ, রাজস্থান ও তামিলনাড়ুতেও আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। উত্তরপ্রদেশে আক্রান্ত এক হাজার ২৯৪ জন। তেলাঙ্গনায় আক্রান্ত ৯২৮ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ৪২৩ জন ও মৃত্যু হয়েছে ১৫ জনের। নতুন করে সংক্রমণ ধরা পড়েছে কেরালাতেও। এখন পর্যন্ত রাজ্যটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৪২৭ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে আরো ১৯ জনের করোনা ধরা পড়েছে।

পুরো ভারতেই যখন করোনার সংক্রমণ দেখা গেছে, তখন এক মাত্র ব্যতিক্রমী ছবি দেখা গিয়েছে সিকিমে। সেখানে এখন পর্যন্ত এক জনও করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়নি।
সূত্র- আনন্দবাজার