যদি এটিই হয় আমার শেষ রমাদান !!!

যদি এটিই হয় আমার শেষ রমাদান !!!

ফাইল ছবি

ইবাদাতের বসন্তকাল রমাদান। রহমানী চাদরে ঢাকা এ মেহমান আমার হৃদয়-মনকে কতটা আবিষ্ট করেছে? এটিতো একটি সময়কাল মাত্র।এখানে রয়েছে দু‘টি মৌলিক উপহার- একটি কুরআন অন্যটি সিয়াম’। একটি হৃদয়-মনককে আলোকিত করে আরেকটি ব্যক্তির চরিত্র মাধুরীকে করে মহিমান্বিত।  এ দু‘য়ের সমন্বয়ে  এমন মানুষ তৈরি হয়, যারা মাটির পৃথিবীতে মাটির মানুষ হয়ে চলবে আর আসমানবাসী তাদের আলোচনায় মুখর হবে!

আফসোস! মহান রবের গ্রন্থটি আমার কাছে যেন চির অচেনা-ই রয়ে গেল। ধরেই নিয়েছি, দয়াময়-মায়াময় রব যেন বড় কঠিন, বড় দুর্বোধ্য ভাষায় আমার সাথে কথা বলতে চেয়েছেন- যা আমি কখনোই বুঝব না!তাই, আমি আজও বুঝিনি- আমার মালিক আমাকে কী বলেছেন, বলতে চেয়েছেন। অথচ প্রিয় নবীজি জানালেন, ওখানে আমার কথা-ই বলা হয়েছে। আসুন! এ রমাদানে রবের কিতাবে নিজেকে দেখি, খুঁজে ফিরি মহান রব আমাকে কী বলেছেন? আর আমি কী করছি? হায় ! কুরআনের আলোয় জীবনকে মিলিয়ে দেখার সময় আর মিলবে কী!!!

লেখক:ড. মীর মনজুর মাহমুদ