আমার অনূভবে রমাদান-১

আমার অনূভবে রমাদান-১

ফাইল ছবি

ও আমার রব! ও আমার জীবন-মৃত্যুর মালিক ! আমি ভালো করেই জানি, তুমি একান্ত দয়ায় আবারও একটি রহমতঘেরা ইবাদাতের বসন্ত উপহার দিলে। দুনিয়াজুড়ে মৃত্যুর মিছিলে বনি আদমের অংশগ্রহণ যখন বেড়েই চলেছে, ঠিক তখনও আমি, আমার পরিবার, বন্ধু-স্বজন নিয়ে বেঁচে থাকাটা তোমার কত বড় দয়া (!) তা উপলব্ধির সক্ষমতাও আমার নেই। আমার সকল সত্ত্বা নিয়ে তোমায় সাজদাবনত হচ্ছি-আলহামদুলিল্লাহ। কয়েকটি আত্মজিজ্ঞাসা দিয়ে শুরু করছি- জীবনে কতবার রমাদানকে পেয়েছি? কী আচরণ তার সাথে করেছি? আর অবশিষ্ট রইলো ক‘টি----? উত্তরটি, না হলে; চলুন! কুরআনের আয়নায় নিজেকে মিলিয়ে দেখি আর বলি- ও রব! চিরকালই রইলে তুমি আমার পাওয়ার বহুদূরে....‘! (চলবে)

লেখক

ড. মীর মনজুর মাহমুদ