আমার অনূভবে রমাদান-২

আমার অনূভবে রমাদান-২

ফাইল ছবি

মানুষ রমাদানের কল্যাণবঞ্চিত হয় তখনই, যখন মনোদৈহিক সত্ত্বা হয়েও সে কেবল খাদ্য ও পানীয় পরিত্যাগে সিয়াম সাধনা করে। হৃদয়-মনকে বাদ দিয়ে কেবল শরীরের যত্ন নিলেতো নিজ সত্ত্বাকেই অস্বীকার করা হয়, তাতে মানবমর্যাদা ভুলুন্ঠিত হয়। অথচ সিয়ামের বিধানতো এসেছিল ভিতরের ও বাইরের মানুষটিকে সমানভাবে সংশোধন করতে। আর সে কারণেই মাসের পরে মাস সিয়ামের পরেও জীবনে পরিবর্তন আসে না, সালাতে মন বসে না, হাজ্জের মত মহান ইবাদাতকারীর সংখ্যা বেড়েও সমাজজীবনে তার কোনো প্রতিফল দেখা যায় না। আর না বুঝার কারণে আলোকময় কুরআনের মাসেও অন্তরটা থাকে নিকষকালো অন্ধকারে ঢাকা।

ও মুসলিম ! তুমি না আলোর ফেরিওয়ালা ! প্রকৃতির জন্য চাঁদ-সুরুজকে আর মানবতার অন্তরে আলো জ্বালাতে তোমাকেই নির্বাচন করা হয়েছে ! জেনে রেখো, মানবতার মুক্তির আকাশে তোমাকেই শুকতারা হয়ে জ্বলতে হবে, পথ দেখাতে হবে অনন্তের। (চলবে)

লেখক

ড. মীর মনজুর মাহমুদ