ভয়ংকর সেই কাহিনী ভুলতে চাই

ভয়ংকর সেই কাহিনী ভুলতে চাই

নিউজিল্যান্ড মসজিদে হামলা

মৃত্যুর দুয়ার থেকে নিরাপদেই দেশে ফিরেছেন টাইগাররা। কিন্তু তাদের তাড়িয়ে বেড়াচ্ছে নিউজিল্যান্ডের সেই ভয়াবহ স্মৃতি। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ক্রিকেটাররা। জাতীয় দলের অন্যতম পেস বোলার আবু জায়েদ রাহীও সেই ঘটনার অন্যতম সাক্ষী। এক ক্ষাৎকারে বলেছেন সেই দুঃসময়ের কথা। আমরা মসজিদের পাশেই ছিলাম। বলতে পারেন মসজিদের উল্টো পাশে ছিলাম। জুমার নামাজ পড়ার জন্য আমরা সবাই মসজিদের উদ্দেশ্যে রওনা হই। তবে মাহমুদউল্লাহ রিয়াদ ভাই প্রেস কনফারেন্সে থাকায় মসজিদে যেতে একটু দেরি হয়। তাছাড়া আমরাও দুপুরের খাবার খেয়ে বের হতে সময় লেগে যায়। আমরা মসজিদের কাছাকাছি যেতেই দেখি একজন মহিলা রাস্তায় পড়ে ছটফট করছে। ওটা দেখার পর থেকেই ভয় লাগে। কিছু দূর এগোতেই অজ্ঞাত একজন মহিলা আমাদেরকে মসজিদে যেতে নিষেধ

আলহামদুলিল্লাহ ভালো। পরিবারকে ভালোভাবেই সামলাতে পেরেছি। এখন আমার গ্রামের বাড়ি সিলেট আছি। সমস্যা হলো বাসা থেকে বের হলেই পরিচিতি অনেকেই সেই হামলার বিষয়ে জানতে চায়। কেউ আবার ফোন করে। তখন বিষয়টা মনে পড়লে ভয় বেড়ে যায়। তখন দুশ্চিন্তায় পড়ে যাই। কারণ আমরা তো চাই এসব কাহিনী ভুলে যেতে। কিন্তু আশপাশের মানুষজন ভুলতে দিচ্ছে না।