বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল: টসে জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল: টসে জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

ছবি সংগৃহিত।

 

লর্ডসে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাটিং নিয়েছে নিউজিল্যান্ড

টস জিতলেই নাকি জয়ের পথে অনেকটা এগিয়ে যাওয়া যায়! অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনালটা দেখলে হয়তো এ ধারণা কিছুটা বদলে যেতে পারে। তবে আজ লর্ডসের ‘হোম অব ক্রিকেটে’ বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ক্রিকেটের সেই পুরোনো আপ্তবাক্যেই বিশ্বাস রেখেছেন—ওই যে টস জিতলে ভাবো, ভেবে ব্যাটিং নাও। আজ লর্ডসে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক।

১৯৯২ সালের পর এই প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে উঠেছে ইংল্যান্ড। নিউজিল্যান্ডের এটি টানা দ্বিতীয় ফাইনাল। যে দলই আজ জিতুক ক্রিকেট ২৩ বছর পর নতুন এক বিশ্ব চ্যাম্পিয়নের দেখা পাচ্ছে। ১৯৯৬ সালে শেষবারের মতো শ্রীলঙ্কা আনকোরা দল হিসেবে বিশ্বকাপ জিতেছিল।