করোনা: বিশ্বে আক্রান্ত ৪৪ লাখ, মৃত্যু ৩ লাখ

করোনা: বিশ্বে আক্রান্ত ৪৪ লাখ, মৃত্যু ৩ লাখ

ছবিঃ সংগ্রহীত

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে বিশ্বজুড়ে করোনায় শুক্রবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৪ লাখ ৪০ হাজার ৯৮৯ জন এবং মারা গেছেন ৩ লাখ ২ হাজার ৩৭৬ জন।

করোনাভাইরাসের সার্বক্ষণিক তথ্য রাখা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।

হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত এবং সর্বাধিক মৃত্যু যুক্তরাষ্ট্রে। শুক্রবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ১৭ হাজার ৫১২ জন এবং মৃত্যু হয়েছে ৮৫ হাজার ৮৮৬ জনের।

দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে রাশিয়ায় ২ লাখ ৫২ হাজার এবং মৃত্যু হয়েছে দুই হাজার ৩০৫ জনের। আক্রান্তের সংখ্যায় রাশিয়া দ্বিতীয় হলেও মৃত্যু সংখ্যা অনেক কম দেশটিতে।  জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ডেটা অনুসারে করোনায় মৃত্যুর দিক দিয়ে দেশটি ১৮তম।

তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাজ্যে। দেশটিতে ২ লাখ ৩৪ হাজার মানুষ করোনায় আক্রান্ত। মৃত্যুর হারও বেশি ব্রিটেনে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ হাজার ৬৯৩ জন মারা গেছেন দেশটিতে।

স্পেনে চতুর্থ সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ২ লাখ ২৯ হাজার জন এবং মৃত্যুর সংখ্যায় দেশটি পঞ্চম। করোনায় স্পেনে ২৭ হাজার ৩২১ জন মারা গেছেন।