ডাক্তারির আপদ

ডাক্তারির আপদ

ফাইল ছবি

ডাঃ খালেদ বিগত ৩০ বছর ধরে ডাক্তারি করছেন । ধীর , স্থির , ভীষণ ঠান্ডা মেজাজ, বিচক্ষণ চিকিৎসক হিসেবে তাঁর সুনাম রয়েছে ।

সেদিন ও পাড়ার বিল্টু তার ছেলেকে নিয়ে চেম্বারে এলেন । ছেলেটা সবে পক্স থেকে উঠেছে । ডাঃ খালেদ তাকে দেখে পথ্য ঠিক করে দিলেন, আর সঙ্গে প্রত্যহ দিনের বেলা একটি করে ডাব খেতে বললেন ।

বিল্টু জিজ্ঞেস করলেন, আচ্ছা, দিনের বেলা মানে কি জাস্ট সূর্য উঠেছে? নাকি সূর্য উঠার একটু পরে? দুপুরের আগে? কিংবা দুপুরে? নাকি দুপুরের পর? বিকেল বেলায়? নাকি সূর্য ডোবার একটু আগে? হেঁ হেঁ, আসলে পুরোটাই দিনতো, তাই জিজ্ঞেস করা আর কী।
ডাঃ খালেদ পোড় খাওয়া লোক। এসব প্যাঁচাল ঘেটে অভ্যস্ত। বললেন, সকাল ১০টা নাগাদ খেলেই হবে।

---- আচ্ছা ডাক্তার সাহেব , খাবার খেয়ে খাবে, না খাবার খাওয়ার আগে খাবে?
---- যখন ইচ্ছে খেতে পারে।

এইবার বিল্টু সন্তুষ্ট হয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে গেলেন । কিন্তু একটু পরেই আবার দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে বললেন, ডাক্তার সাহেব, আপনি ডাব খাওয়াতে বললেন। মানে ডাবের পানিটা তো?
ডাঃ খালেদ গম্ভীর মুখে বললেন, হ্যাঁ ।

বিল্টু আবার খুব চিন্তিত মুখে বললেন, আচ্ছা, শাঁসওয়ালা ডাবের পানি খাবে, নাকি শাঁস ছাড়া যে ডাব, তার পানি খাবে?
ডাঃ খালেদ ভীষণরকম গম্ভীর হয়ে বরফশীতল গলায় বললেন, যে কোন ডাবের পানি খাওয়াতে পারেন।

এইবার বিল্টু ভারি বিচলিত হয়ে বলে উঠলেন,
আচ্ছা, শাঁসওয়ালা ডাবের পানি খাওয়ার পর কি শাঁসটা খেতে পারে?
ডাঃ খালেদ এবার একটা ছোট্ট "হু" বলেই কাজ সারলেন ।

--- আচ্ছা ডাক্তার সাহেব, ডাবের পানি কি ডাইরেক্ট ডাব থেকে খাওয়া ভালো, নাকি গ্লাসে ঢেলে খাওয়া ভালো?
এখনও তাঁর পায়ের রক্ত কেন মাথায় উঠছে না, ডাঃ খালেদ ভীষণ রকম অবাক হয়ে এইটে ভাবতে ভাবতেই বললেন, দুটোর কোনওটাতেই অসুবিধা নেই ।

বিল্টুর এর পরের প্রশ্ন হল, ডাক্তার সাহেব , আপনার চেম্বারের বাইরে যে ডাবওয়ালাটি ক'দিন হল বসছে, তার ডাব ভালো তো ? সেই ডাব নেব কী ?
ডাঃ খালেদ এবার টের পেলেন, কেটলিতে জল ফুটতে শুরু করলে যেরকম একটা শোঁ শোঁ আওয়াজ বের হয়, ঠিক সেইরকম একটা আওয়াজ তাঁর মাথার ভিতরেও হচ্ছে।
তবু তিনি কোনরকমে মাথা নাড়িয়ে "হ্যাঁ" বললেন।

বিল্টু অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিলেন।
ডাঃ খালেদ কিছুক্ষণ চোখ বুজে ধ্যানস্থ হয়ে রাগ প্রশমিত করতে সচেষ্ট হলেন।
কিন্তু পরক্ষণেই আবার বিল্টু, ও তো সবে পক্স থেকে উঠেছে, ঘরে তো খাবার পানি ফুটিয়ে খাচ্ছে, ডাবের পানি ও কি ফুটিয়ে খাওয়াব?
আর পারলেন না ডাঃ খালেদ। ধৈর্য আর শালীনতার বাঁধ ভেঙে গেল। চিৎকার করে বলে উঠলেন, ফুটিয়ে খাওয়ান।

বিল্টু চেম্বার থেকে বেরিয়ে গেলেন। এরপর থেকে পরিচিত অপরিচিত সবার কাছে বলে বেড়াতে লাগলেন, ডাঃ খালেদ ভীষণ বদমেজাজি। ভুল চিকিৎসা করেন। ডাবের পানি ফুটিয়ে খাওয়াতে বলেন।
এক সাংবাদিক ভুল চিকিৎসা শিরোনাম দিয়ে দামী সংবাদপত্রে খবর লিখে বসলো।

সংগৃহীত