করোনা মোকাবিলায় ভারতকে ভেন্টিলেটর দেবে যুক্তরাষ্ট্র

করোনা মোকাবিলায় ভারতকে ভেন্টিলেটর দেবে যুক্তরাষ্ট্র

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার করোনা মোকাবিলায় ভারতকে ভেন্টিলেটর দিতে যাচ্ছেন বলে টুইটারে জানিয়েছেন।

তিনি বলেন, "গোটা বিশ্ব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই দুঃসময়ে আমরা ভারতকে পাশে পেয়েছি। আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি যে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের হাতে ভেন্টিলেটর তুলে দেবে আমার দেশ।"

ট্রাম্প আরও আশ্বাস দিয়েছেন, এই বছরের শেষেই করোনার টিকা বাজারে চলে আসবে। এই বিষয়টির দেখভালের দায়িত্বে রয়েছেন এক জন বর্যীয়ান প্রাক্তন ফার্মা এক্সিকিউটিভ।

ট্রাম্প বলেন, ‘‘সকলের চাহিদার কথা মাথায় রেখে ভেন্টিলেটরের উৎপাদন বাড়াচ্ছি আমরা। নিজেদের চাহিদা পূরণ করার পাশাপাশি অন্য দেশগুলিকেও সাহায্য করব।’’

আগামী ১০০ দিনে আমেরিকা এক লক্ষেরও বেশি ভেন্টিলেটর তৈরি করবে বলে জানান ট্রাম্প।