ভারতে ‌লকডাউনের মেয়াদ বাড়ল ৩১ মে পর্যন্ত

ভারতে ‌লকডাউনের মেয়াদ বাড়ল ৩১ মে পর্যন্ত

ছবিঃ সংগ্রহীত

ভারতে ‌লকডাউনের মেয়াদ বাড়ল ৩১ মে পর্যন্ত। দেশটির কেন্দ্র সরকার সূত্রে খবর, পরিস্থিতি বিচার করে রেড, অরেঞ্জ ও গ্রিন জোন চিহ্নিত করবে রাজ্যগুলো। অর্থাৎ আগামী ১৮ মে শুরু হচ্ছে চতুর্থ দফার লকডাউন।

ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চতুর্থ দফার লকডাউনে মিলবে বেশ কিছু ক্ষেত্রে ছাড়। কেন্দ্রীয় সরকারি একটি সূত্রে মারফত খবর, প্রয়োজনে দিনের বাইরে বেরতে পারবেন সাধারণ মানুষ। তবে ফ্লাইট পরিষেবা, মেট্রো রেল, মল, জিম বন্ধ থাকবে।

চতুর্থ দফার লকডাউনে কোনো বড় সমাবেশ করা যাবে না। জানিয়েছে ওই সূত্র। ‌বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর গত বৈঠকে একটি বিষয় উঠে এসেছিল যে, রাজ্যগুলোকে রেড, গ্রিন ও অরেঞ্জ জোন চিহ্নিত করতে দেয়া হোক। চতুর্থ দফার লকডাউনে সেই পথেই হাঁটল কেন্দ্র।

সূত্র : আজকাল