বাংলাদেশের সঙ্গে খেলতে আগ্রহী শ্রীলংকা

বাংলাদেশের সঙ্গে খেলতে আগ্রহী শ্রীলংকা

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে আগামী জুলাই মাসে সিরিজ খেলতে আগ্রহ প্রকাশ করেছে শ্রীলংকা ক্রিকেট দল।এর আগে জুনে ভারতীয় ক্রিকেট দলের বিপক্ষে খেলবে লংকানরা।

শ্রীলংকা ক্রিকেট বোর্ডের (এসএলসি) প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা বলেছেন, ভারত ও বাংলাদেশ, উভয় বোর্ডের কাছে আমরা জানতে চেয়েছি এবং তাদের উত্তরের অপেক্ষায় আছি। এখনও পর্যন্ত বলতে পারি, সিরিজ দুটি আমরা আয়োজন করতে পারব।

করোনাভাইরাসের কারণে ভারত সরকারের মতো বাংলাদেশ সরকারও আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল সম্প্রতি জানিয়েছেন, সরকারের অনুমতি না পেলে বোর্ডের কিছু করার নেই।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, আমাদের ভ্রমণ নিষেধাজ্ঞার পরিস্থিতির দিকে লক্ষ্য রাখতে হবে। দুই দেশের কোয়ারেন্টিন বিধিও দেখতে হবে। তাই তিন দেশের সরকার রাজি না হলে লংকান বোর্ডের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়।