ঘূর্ণিঝড় আম্ফানে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক

ঘূর্ণিঝড় আম্ফানে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক

ফাইল ছবি

ঘূর্ণিঝড় আম্ফানে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অধিকাংশ জেলার নেটওয়ার্ক বিচ্ছিন্ন রয়েছে। ঝড়ে মোবাইল টাওয়ারের ক্ষতির পাশাপাশি বিদ্যুত্ বিচ্ছিন্ন থাকায় টাওয়ারগুলোর ব্যাটারি বা জেনারেটরের ব্যাকআপ বন্ধ হয়ে গেছে।

ফলে গতকাল সকাল থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও অনেকে খোঁজখবর নিতে পারেননি। দীর্ঘ সময় ধরে বিদ্যুত্ বিচ্ছিন্ন থাকায় অনেকের মোবাইলের ব্যাটারিও চার্জের অভাবে বন্ধ হয়ে যায়।

মোবাইল অপারেটররা বলছেন, ‘ঘূর্ণিঝড় আম্ফানে এক-তৃতীয়াংশ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পুনঃসংযোগের চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন।

মোবাইল অপারেটরদের সংগঠন—এমটব মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল (অব) এস এম ফরহাদ বলেন, ‘সাইক্লোন আম্ফান দেশের টেলিকম নেটওয়ার্ক অবকাঠামোয় অনেক ক্ষতি করেছে।