করোনা কৌতুক

করোনা কৌতুক

ফাইল ছবি

এক মহিলা কেনাকাটা করে ব্যাগ খুলতেই ক্যাশিয়ারের নজরে এলো টিভির রিমোট! ক্যাশিয়ার কৌতুহলবশত জানতে চাইলেন, “ব্যাগে কি রিমোট সমসময়  থাকে”!

মহিলা: না মাঝে মাঝে! আজ আমার কর্তা ক্রিকেট ফাইনাল দেখবে বলে শপিং এ এলো না। তাই উনাকে জব্দ করতে এ কাজ।

শিক্ষা-১: বৌ তুচ্ছ হলেও তাচ্ছিল্যে বিপদ।

ক্যাশিয়ার হেসে ক্রেডিট কার্ড ফেরত দিতেই,

মহিলা: এটা কি হলো?

আপনার স্বামী কার্ড ব্লক করে দিয়েছেন।

শিক্ষা-২: স্বামীর শখও সম্মানযোগ্য।

মহিলা কার্ডটি সোয়াইপ করলেন।

শিক্ষা-৩: বৌ এর লম্বা হাতের ধারনা থাকা দরকার।

সোয়াইপ মেশিন জানালো, Enter the pin that we sent to your MOBILE.

শিক্ষা-৪ বেচারা স্বামীকে বাঁচাতে মেশিন ও শেষ চেষ্টা করে।

মহিলা ব্যাগ থেকে স্বামীর ফোনটা বের করলেন। এটা তিনি নিয়ে এসেছিলেন,যাতে ফোন দিয়ে ডিস্টার্ব করা না হয়।

অবশেষে কেনাকাটা শেষে মহিলা বাসায় ফিরলেন।

শিক্ষা-৫: স্মার্ট মহিলাদের সাথে টক্কর দিও না।

বাড়ি ফিরে দেখেলেন, দরজা তালা মারা। স্টিকারে লেখা, “গাড়ি নিয়ে বন্ধুর বাড়িতে খেলা দেখতে গেলাম। ফিরতে রাত হবে। বাইরে ঘুমিয়ে পড়ো।”

শিক্ষা-৬: শত্রুপক্ষকে একা বাড়িতে রেখে যেওনা।

মহিলা ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়লেন। রাতে স্বামী বাড়ি ফিরে দেখলেন, দরজা ভেতর থেকে লক করা, আর স্টিকারে লেখা, “গাড়িতেই ঘুমিয়ে পড়ো, বেল বাজিও না, লাভ হবে না, তার খোলা। আর দরজা ধাক্কিও না, এটা ভদ্রলোকের পাড়া।”

শেষ শিক্ষা: নারীশক্তি হইতে সাবধান।

সংগৃহীত