৬০ বেসামরিক আফগানকে হত্যার দায় স্বীকার পেন্টাগনের

৬০ বেসামরিক আফগানকে হত্যার দায়  স্বীকার  পেন্টাগনের

ছবি সংগৃহিত।

 

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন ঘোষণা করেছে,  আফগানিস্তানে চলতি ২০১৯ সালের প্রথম পাঁচ মাসে সহিংসতায় সাড়ে নয়শ' বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। এর মধ্যে ৬০ জন বেসামরিক ব্যক্তিকে হত্যার কথা স্বীকার করেছে পেন্টাগন।

মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলায় ৬০ জন বেসামরিক আফগান নিহত ও ৫৫ জন আহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়, আফগান সরকারি বাহিনীর হামলায় নিহত বেসামরিক ব্যক্তির সংখ্যা ৬৮ জন। এছাড়া ৭৭৮ জন বেসামরিক মানুষের মৃত্যুর জন্য দায়ী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। ওই সব গোষ্ঠীর হামলায় আহত হয়েছে ৯৭১ জন বেসামরিক আফগান।

পেন্টাগন আরো বলেছে, অজ্ঞাত অস্ত্রধারীদের হামলায় প্রাণহানি ঘটেছে ৪৪ জন বেসামরিক মানুষের।  আফগান নিরাপত্তা ও স্থিতিশীলতা বিষয়ক যে প্রতিবেদন মার্কিন কংগ্রেসে পেশ করা হয়েছে তাতে এসব বিষয় এসেছে।

২০০১ সাল থেকে আফগানিস্তানে আগ্রাসন চালিয়ে আসছে মার্কিন বাহিনী। তবে এখন পর্যন্ত সেখানকার নিরাপত্তা পরিস্থিতির কোনো উন্নতি হয় নি। প্রতিদিনই সেখানে সহিংস ঘটনা ঘটছে। আফগান জনগণ সেদেশ থেকে মার্কিন বাহিনী পুরোপুরি প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে।