বন্ধ থাকছে রাইড শেয়ারিং সেবা

বন্ধ থাকছে রাইড শেয়ারিং সেবা

ছবি:সংগৃহীত

করোনা ভাইরাস নিয়ে উদ্ভুত পরিস্থিতির মধ্যে সরকার গণপরিবহন চালু করলেও বন্ধ থাকছে  উবার, পাঠাওসহ সব রাইড শেয়ারিং সেবা। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সেবা বন্ধ রাখতে শনিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। এর ফলে মোবাইল অ্যাপভিত্তিক পরিবহন সেবা আপাতত পাচ্ছেন না যাত্রীরা।
রাইড শেয়ারিং অ্যাপ বন্ধ রাখতে বিআরটিএ এর পক্ষ থেকে দেয়া এ নির্দেশনা কোম্পানিগুলো পেয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন পাঠাও এর ভাইস প্রেসিডেন্ট আহমেদ ফাহাদ। এর আগে মহামারি করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে গণপরিবহনের পাশাপাশি গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরে রাইড শেয়ারিং সার্ভিস বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল বিআরটিএ। যদিও পরে তা বাড়ানো হয়।