বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৬২ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৬২ লাখ ছাড়াল

ছবিঃ সংগ্রহীত

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে  বিশ্বব্যাপী  আক্রান্তের সংখ্যা ৬২ লাখ ছাড়িয়ে গেছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী সোমবার সকাল পর্যন্ত এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৬৭ হাজার ৪০৮ জন এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৭৩ হাজার ৯৬১ জনে।

এর মধ্যে যুক্তরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা প্রায় ১৮ লাখ ৩৭ হাজার ১৭০ জন এবং দেশটিতে মারা গেছেন প্রায় ১ লাখ ৬ হাজার ১৯৫ জন, যা বিশ্বে সর্বোচ্চ।

যুক্তরাষ্ট্রের পর মৃতের দিক থেকে দ্বিতীয় খারাপ অবস্থায় রয়েছে যুক্তরাজ্য। এরপরই রয়েছে ইতালি, ব্রাজিল, ফ্রান্স ও স্পেন। তবে আক্রান্তের হিসাবে যুক্তরাষ্ট্রের পরই রয়েছে ব্রাজিল। পরে রয়েছে যথাক্রমে রাশিয়া, স্পেন, যুক্তরাজ্য, ইতালি। আক্রান্তের হিসেবে সপ্তম অবস্থানে রয়েছে ভারত।