করোনায বিশ্বে মৃতের সংখ্যা ৩ লাখ ৭৭ হাজার ছাড়াল

করোনায বিশ্বে মৃতের সংখ্যা ৩ লাখ ৭৭ হাজার ছাড়াল

ছবিঃ সংগ্রহীত

বৈশ্বিক মহামারি করোনায় মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে প্রতিদিনিই। করোনাভাইরাস মহামারিতে মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৫৫২ জনে। এছাড়া আক্রান্তের সংখ্যা ৬৩ লাখ ৭১ হাজার ৬৬১ জনে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

আক্রান্তের সংখ্যায় মঙ্গলবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকার এ দেশটিতে ৫ লাখ ২৯ হাজার ৪০৫ জন আক্রান্ত হয়েছে। এছাড়া মহামারি এই ভাইরাসে দেশটিতে প্রাণহানি ঘটেছে ৩০ হাজার ৪৬ জনের।

ক্ষতিগ্রস্ত দেশগুলো মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি এক লাখ ৬ হাজার ৯২৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৯ হাজার ৪০৫ জনে। দেশটির নিউইয়র্ক রাজ্যে এখনও পর্যন্ত ২৯ হাজার ৯৮৮ জন মারা গেছেন।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, যুক্তরাজ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ হাজার ১২৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এরপর ইতালিতে ৩৩ হাজার ৪৭৫ জন, ফ্রান্সে ২৮ হাজার ৮৩৬ জন, এবং স্পেনে ২৭ হাজার ১২৭ জন মারা গেছেন।

চীন এবং নিউজিল্যান্ডের মতো কয়েকটি দেশে মহামারিটি নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে হয়। এছাড়া ইউরোপ লকডাউন উত্তোলনের প্রক্রিয়াধীন রয়েছে।