বাংলাদেশকে না পেলে ঘরোয়া টি-২০ সিরিজে মনোযোগ দিবে শ্রীলংকা

বাংলাদেশকে না পেলে ঘরোয়া টি-২০ সিরিজে মনোযোগ দিবে শ্রীলংকা

ছবিঃ সংগ্রহীত

পূর্ব নির্ধারিত শ্রীলংকা সফরের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ড। আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহনের কথা জানিয়েছিলেন বিসিবির প্রধান নির্বাহি কর্মকর্তা।

শেষ পর্যন্ত বাংলাদেশ দল শ্রীলংকা সফরে না গেলে করনীয় নির্ধারণ করে রেখেছে দক্ষিপূর্ব এশিয়ার দ্বীপ দেশটি। ঘরোয়া টি-২০ ক্রিকেট শ্রীলংকা প্রিমিয়ার লীগ (এসএলপিএল) শুরু করে দিবে তারা। নভেম্বরে আসন্ন অস্ট্রেলিয়া টি-২০ বিশ^কাপের প্রস্তুতির অংশ হিসেবে আগস্ট-সেপ্টেম্বরে এই টুর্নামেন্ট শুরুর কথা ছিল।

বাংলাদেশ সফরের আগে চলতি মাসেই তিন ওয়ানডে ও তিনটি টি-২০ খেলতে শ্রীলংকা সফরে যাওয়ার কথা ছিল ভারতের। তবে সেটি যে হচ্ছেনা তা অনেকটাই নিশ্চিত। বাংলাদেশ সফরের বিষয়টিও এখন ঝুলে আছে।

এসএলসির সম্পাদক মোহন ডি সিলভা স্থানীয় একটি পত্রিকা বলেছেন,‘সফর দুটি এখন অনিশ্চিত। ভারত সিরিজ বাদ। বাংলাদেশেরটাও ঝুলে আছে পরিস্থিতির কারণে। যদি আগামী মাসের মধ্যে পরিস্থিতি ভালো না হয় তাহলে এ বছর আর বাংলাদেশ দল সফরে আসবে না।’

তিনি বলেন, পরিস্থিতি অনুধাবন করার জন্য বাংলাদেশ কয়েক সপ্তাহ সময় চেয়েছে লংকান বোর্ডের কাছে। পরিস্থিতির উন্নতি হলে তবেই শ্রীলংকা সফর করবে তারা।’

শেষ পর্যন্ত বাংলাদেশ দলকে নাপ পেলে লংকান বোর্ড এসএলপিএল এর দিকে মনোযোগী হয়ে ওই সময়টি কাজে লাগানোর পরিকল্পনা করছে উল্লেখ করে মোহন বলেন, ‘বাংলাদেশ সিরিজ যদি না হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে মনোযোগী হতে হবে। কারণ, ওটাই আমাদের পরবর্তী আন্তর্জাতিক টুর্নামেন্ট। সঠিক সময়ে টুর্নামেন্টটি আয়োজন করতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। এরই মধ্যে ক্রিকেট সূচি প্রকাশ করেছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আমরা তাই এসএলপিএল আয়োজন করতে চাই।’

সূত্র : বাসস