সপ্তাহজুড়ে দেশব্যাপী বিশেষ মশা নিধন অভিযান

সপ্তাহজুড়ে দেশব্যাপী বিশেষ মশা নিধন অভিযান

সংগৃহীত ছবি

 

 

আগামী ২৫ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত দেশব্যাপী বিশেষ মশা নিধন অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। একই সঙ্গে ঢাকায় মশা মারার ওষুধের কার্যকারিতা না থাকায় এ ওষুধ পরীক্ষা করতে সিটি কর্পোরেশনকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

বুধবার ডিসি সম্মেলনের চতুর্থ দিনে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সঙ্গে জেলা প্রশাসকদের আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী।

তিনি বলেন, ইচ্ছা করলেই এমন কেমিক্যাল পরিবেশে ছিটাতে পারি না, যা দিয়ে মশা মারতে গিয়ে মানুষ মারা যাবে, মানুষের ক্ষতি হবে।

সম্প্রতি এক গবেষণায় বলা হয়, মশা ওষুধ প্রতিরোধী হয়ে ওঠায় রাজধানীতে দুই সিটি কর্পোরেশন যে ওষুধ ছিটাচ্ছে, তা কোনো কাজে আসছে না।

পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ওষুধের মাত্রা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে।