বাংলাদেশে করোনায় একদিনে আরো ৩৭ জনের মৃত্যু, আক্রান্ত ৩১৮৭

বাংলাদেশে করোনায় একদিনে আরো ৩৭ জনের মৃত্যু, আক্রান্ত ৩১৮৭

ছবি:সংগৃহীত

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৮৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৮ হাজার ৫২ জন এবং মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৪৯ জনে।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ১১৪টি আর পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৭৭২টি। আক্রান্তের হার ২০.২১ শতাংশ।

নাসিমা সুলতানা আরো জানান, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৪৮ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ হাজার ৭৪৬ জন। মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পুরুষ ৩০ জন ও নারী সাতজন।

এদের মধ্যে ঢাকা বিভাগের ২০ জন, চট্টগ্রাম বিভাগের সাতজন, রাজশাহী বিভাগের চারজন, সিলেট বিভাগের তিনজন, বরিশাল বিভাগের দুইজন ও রংপুর বিভাগের একজন। হাসপাতালে মারা গেছেন ২৮ জন এবং বাড়িতে ৯ জন।

বয়স বিশ্লেষণে জানা যায়, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৪১-৫০ চারজন, ৫১-৬০ আটজন, ৬১-৭০ ২২ জন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন। ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৬৭১ জনকে। আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ১৫৫ জনকে।

৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার। ১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।