করোনা : নাগরিকদের হজে পাঠাবে না মালয়েশিয়া

করোনা : নাগরিকদের হজে পাঠাবে না মালয়েশিয়া

ছবি:সংগৃহীত

ইন্দোনেশিয়ার পর এবার মালয়েশিয়া হজ বাতিল করল। করোনাভাইরাস নিয়ে উদ্বেগের কারণে এবার মালয়েশিয়া তার নাগরিকদের হজে পাঠাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। দেশটির ধর্মমন্ত্রী জুলকিফলি মোহাম্মদ আল-বাকরি আজ বৃহস্পতিবার এ সিদ্ধান্তের কথা জানান।

প্রতি বছর কয়েক হাজার মালয়েশিয়ান হজ করতে সৌদি আরব যান।
সৌদি আরব এখন পর্যন্ত হজের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। দেশটি ইতোমধ্যেই ওমরাহ স্থগিত করেছে। করোনাভাইরাস প্রতিরোধ করতেই তারা এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
তিনি বলেন, আমি আশা করছি, হজ করতে ইচ্ছুকরা ধৈর্য ধারণ করে এই সিদ্ধান্ত গ্রহণ করবেন।
চলতি বছর মালয়েশিয়া থেকে প্রায় ৩১ হাজার ৬০০ হজযাত্রী যাওয়ার কথা ছিল।
মালয়েশিয়ায় নতুন করে ৮,৩৬৯ জনকে করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত এই রোগে মারা গেছে ১১৮ জন।
গত সপ্তাহে বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশ ইন্দোনেশিয়া হজ বাতিল করে।
সূত্র : রয়টার্স