করোনা : রাজধানীর ওয়ারিতে লকডাউন বাস্তবায়নে চিঠি

করোনা : রাজধানীর ওয়ারিতে লকডাউন বাস্তবায়নে চিঠি

ফাইল ফটো

পূর্ব রাজারবাজারের মত রাজধানীর ওয়ারিতেও পরীক্ষামূলক লকডাউনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

সূত্র জানায়, রাজধানীর ৪৫ এলাকা নিয়ে করা রেডজোন তালিকা নতুন করে হালনাগাদ করা হচ্ছে। নতুন গাইডলাইনে তালিকা পেতে আরো অন্তত ১-২ সপ্তাহ লেগে যাবে। ততদিনে ওয়ারীতে পরীক্ষামূলক লকডাউন চায় স্বাস্থ্য বিভাগ।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ৯ই জুন মধ্যরাত থেকে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় পরীক্ষামূলক লকডাউন চলছে। লকডাউন শুরুর সময় ওই এলাকায় ৩১ জন করোনা রোগী ছিলেন। গত ২৩শে জুন পর্যন্ত ১৪ দিনে উপসর্গ থাকা আরও ২০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৪০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

বাকিদের ফল নেগেটিভ এসেছে। আক্রান্ত ওই ৪০ জনের বেশিরভাগই লকডাউনের শুরুতে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।