পাবনায় বিভিন্ন নদীর পানি বাড়তে শুরু করেছে

পাবনায় বিভিন্ন নদীর পানি বাড়তে শুরু করেছে

ছবি : সংবাদাতা

পদ্মা-যমুনা বেষ্টিত পাবনায় বিভিন্ন নদীর পানি বাড়তে শুরু করেছে যা ইতোমধ্যেই জেলার তিন উপজেলার নিম্না ল প্লাবিত  হতে শুরু করেছে।

পাবনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোফাজ্জল হোসেন শনিবার বলেছেন, পদ্মা নদীর পানি পাকশি হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টের ৭.৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং যমুনা নদীর পানি নগরবাড়ি পয়েন্টের বিপদসীমার ৮৬  সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে; তাতে বিপদ সীমার কাছাকাছি পৌঁছে যেতে পারে পানির স্তর দ্র্রুত। 

তবে পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মোশারফ হোসেন জানান,“আমরা পানির বিষয়টির রিপোর্ট এখন দেয়া শুরু করেনি।”

তবে পানির স্তর এ দু’টি পয়েয়েন্টর নিচ দিয়ে প্রবাহিত হলেও জেলার বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হতে শুরু করেছে বলে বিভিন্ন এলাকা থেকে খবর আসছে।

পানি বিশেষজ্ঞ মোফাজ্জল হোসেন জানান, গুমানি, বড়াল, চিকনাই, আত্রাই ও ধলেশ্বর নদীতে পানি ঢুকে পড়েছে।

ইতোমধ্যে জেলার ঈশ্বরদী, সুজানগর ও বেড়া উপজেলাসমূহের পাকশী, লক্ষ্মীকুন্ডা, বরখাপুর, নাজিরগঞ্জ, চর প কোলা, নাকালিয়াসহ বিভিন্ন এলাকায় নদীর পানিতে সবজির ক্ষেত ডুবে গেছে।