কাশ্মীরে হিজবুল মুজাহিদিন কমান্ডারসহ নিহত ৩

কাশ্মীরে হিজবুল মুজাহিদিন কমান্ডারসহ নিহত ৩

প্রতিকী ছবি

‘সন্ত্রাস বিরোধী অভিযানে’ জম্মু-কাশ্মীরে হিজবুল মুজাহিদিনের এক কমান্ডার সহ তিন জনকে হত্যা করেছে ভারতের নিরাপত্তা রক্ষাকারীরা। হিজবুল মুজাহিদিনের নিহত কমান্ডার হলেন মাসুদ আহমেদ ভাট। নিহত অন্য দু’জনের নাম জানা যায় নি। সোমবার ভোরে কাশ্মীরের দক্ষিণে খুলচোহার এলাকায় অভিযান চালায় নিরাপত্তা রক্ষাকারীরা। মাসুদ নিহত হওয়ার পর পুলিশ পুরো দোদা জেলাকে সন্ত্রাসীমুক্ত বলে ঘোষণা করেছে। তারা বলেছে, ওই এলাকায় মাসুদই ছিলেন সর্বশেষ জীবিত সন্ত্রাসী। এই অভিযান যৌথভাবে পরিচালনা করে সেনাবাহিনী, জম্মু-কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ।

অপারেশনের পরে সেনাবাহিনী বলেছে, সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি একে ৪৭ রাইফেল এবং দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
জম্মু-কাশ্মীরের পুলিশ প্রধান দিলবাগ সিং এনডিটিভিকে বলেছেন, এই অভিযানে একজন জেলা কমান্ডার এবং একজন হিজবুল মুজাহিদিন কমান্ডার মাসুদকে নিষ্ক্রিয় করা হয়েছে। এর মধ্য দিয়ে দোদা জেলা পুরোপুরি জঙ্গিমুক্ত হয়েছে। তিনি আরো বলেন, মাসুদের বিরুদ্ধে দোদা পুলিশের ধর্ষণের মামলা ছিল। ওই মামলার পর থেকে সে পলাতক ছিল। পরে সে হিজবুল মুজাহিদিনে যোগ দেয়। ওদিকে শনিবার জম্মু-কাশ্মীর পুলিশ দাবি করেছে, দক্ষিণ কাশ্মীরে সক্রিয় রয়েছে ২৯ জন বিদেশী সন্ত্রাসী। তাদেরকে নিষ্ক্রিয় করার প্রত্যয় ঘোষণা করেছেন কাশ্মীরের আইজিপি বিজয় কুমার।এনডিটিভি।