বুড়িগঙ্গায় লঞ্চডুবি: মৃতের সংখ্যা বেড়ে ২০

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: মৃতের সংখ্যা বেড়ে ২০

ছবিঃ সংগ্রহীত

রাজধানীর শ্যামবাজার এলাকার বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনায় মৃত্যের সংখ্যা বেড়ে ২০ জনে দাড়িয়েছে।তবে এই সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ড। অভিযান এখনো চলমান আছে।

আজ সোমবার সকার ১০টার দিকে সরাজধানীর শ্যামবাজার এলাকায় বুড়িগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে । লঞ্চটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল।তবে স্থানীয়দের অনেকে বলছেন, লঞ্চটিতে এর চেয়ে অনেক বেশি যাত্রী ছিল। উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ময়ূর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় কমপক্ষে ৫০ যাত্রী নিয়ে মর্নিং বার্ড নামে ওই লঞ্চটি ডুবে যায়। এদিকে উদ্ধার কাজে অংশ নিতে নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ রওনা দিয়েছে।