চাকরি যাচ্ছে বার্সার মেসিদের কোচের!

চাকরি যাচ্ছে বার্সার মেসিদের কোচের!

বার্সেলোনার কোচ কিকে সেতিয়েন

লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের ফলাফলের উপর নির্ভর করছিল বার্সেলোনার কোচ কিকে সেতিয়েনের চাকরি। এবার এক ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, এই মওশুমে স্পেশাল কিছু করে না দেখাতে পারলে চাকরি যাচ্ছে সেতিয়েনের।

জানুয়ারিতেই ভালভার্দের পরিবর্তে সেতিয়েনকে কোচ করে আনা হয়েছিল বার্সায়। দলের পারফরম্যান্সে ক্লাব কর্তৃপক্ষ যে খুশি নয়, তা অজানা নয়।
ড্রেসিংরুমেও সেতিয়েনের জন্য হাওয়া ভালো নয় বলে খবর বিভিন্ন ওয়েবসাইটে। বিশেষত কোচের পরিকল্পনা ও সংবাদমাধ্যমের কাছে মন্তব্যের কারণে মেসি, পিকেদের অপছন্দের কারণে পরিণত হয়েছেন সেতিয়েন। এমন সময়ে কোচের চাকরি নিয়ে যে আশঙ্কা রয়েছে, তা বলাই যায়।

লা লিগা শুরুর আগে সেতিয়েন বলেছিলেন, ‘খারাপ ফল হলে এক জন কোচের ভাগ্যে কী অপেক্ষা করে, তা ভালোই জানি। সেটা জেনেই এই পেশাতে এসেছি।’

প্রসঙ্গত, ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত কিকে সেতিয়েনের সাথে বার্সার চুক্তি রয়েছে।

মেসিদের বর্তমান কোচ ৬১ বছরের সেতিয়েন স্পেনীয় ফুটবলে বিখ্যাত বলের দখল রেখে আক্রমণাত্মক ফুটবল খেলানোর জন্য। খেলোয়াড় জীবনেও আতলেতিকো মাদ্রিদ ও রেসিং সানাতাদের মাঝমাঠে সাফল্যের সাথে খেলেছেন সেতিয়েন।
সূত্র: আনন্দখবর.কম