বাংলাদেশের মানুষ স্বস্তিতে আছে, শান্তিতে আছেঃ ড হাছান মাহমুদ

বাংলাদেশের মানুষ স্বস্তিতে আছে, শান্তিতে আছেঃ ড হাছান মাহমুদ

ফাইল ছবি।

 তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন,, ‘বাংলাদেশের মানুষ স্বস্তিতে আছে, শান্তিতে আছে, বাংলাদেশের প্রতিটি মানুষের অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে। বাংলাদেশে মানুষের মাথাপিছু আয় শুধু না, ক্রয়ক্ষমতাও আড়াইগুণ বৃদ্ধি পেয়েছে। সমগ্র বিশ্ব যা বলছে, সেটির বিপরীতে যখন মির্জা ফখরুল ইসলাম কথা বলেন, তখন তা হাস্যকর হয়ে ।

 দেশে অশান্তি বিরাজ করছে’- বিএনপির এমন মন্তব্যের জবাবে  তিনি এ কথা বলেন।

আজ রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন মন্ত্রী।

তিনি বলেন, ‘বিএনপি একবার বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, একবার সরকার পতনের জন্য গণআন্দোলন তৈরি করবে-এরকম বহু কথা আমরা গত ১০ বছরের বেশি সময় ধরে আমরা শুনে আসছি, যা অন্তঃসারশূণ্য হুমকি ধামকি হিসেবে প্রমাণিত। তারা হরতাল-অবরোধের নামে মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, নির্বাচন বন্ধ করার অর্থাৎ মানুষের ভোটাধিকার হরণ করার অপচেষ্টা চালিয়েছে। তাদের এসব জনবিরোধী অপতৎপরতার কারণে গণরোষে ইতোমধ্যেই বেগম খালেদা জিয়ার রাজনৈতিক পতন হয়েছে। বরং আমি বিএনপিকে অনুরোধ জানাবো জনগণকে আস্থায় আনার চেষ্টা করতে।’