সুশাসনের জন্য রাজনৈতিক চুক্তি চান মেনন

সুশাসনের জন্য রাজনৈতিক চুক্তি চান  মেনন

ছবি সংগৃহিত।

 

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, সুশাসনের জন্য একটি সামাজিক ও রাজনৈতিক চুক্তি অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। মুক্তিযুদ্ধে ১১নং সেক্টরের কমান্ডার ১৯৭৫ সালের সিপাহী-জনতার অভ্যূত্থানের নায়ক শহীদ কর্নেল তাহেরের ৪৩তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

মেনন কর্নেল তাহেরকে অভিবাদন জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের পর বাংলাদেশকে স্বাভাবিকভাবেই একটি অস্থির সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে আকাঙ্খার সৃষ্টি হয়েছে, যে সমতা ভিত্তিক সামাজিক ন্যায়-বিচার, মানবিক মূল্যবোধ সম্পন্ন একটি রাষ্ট্র গঠন হবে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের তরুণ যোদ্ধারা পুঁজিবাদের প্রতি প্রতিবাদ মুখর হয়ে গঠন করেছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ।

দলের সহ-সভাপতি মীর হোসাইন আখতারের সভাপতিত্বে রোববার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী দলের (মা-লে) সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, বিশিষ্ট সাংবাদিক শফিকুর রহমান এমপি, জাসদ স্থায়ী কমিটির সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ কর্নেল তাহেরের অনুজ প্রফেসর ড. আনোয়ার হোসেন, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল আখতার, নাদের চৌধুরী, সহ-সভাপতি সফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, শওকত রায়হান, নইমুল আহসান জুয়েল, রোকনুজ্জামান রোকন, নেত্রকোনার সাবেক সংসদ সদস্য মোতালেব খান পাঠান, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি হাজী ইদ্রিস ব্যাপারী, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি মাইনুর রহমান, জাসদের নারী বিষয়ক সম্পাদক উম্মে হাসান ঝলমল, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি আহসান হাবীব শামীম প্রমূখ।