করোনার থাবায় অসহায় মধ্যবিত্ত শ্রেণী

করোনার থাবায় অসহায় মধ্যবিত্ত শ্রেণী

আবু জাফর

করোনার থাবায় অসহায় মধ্যবিত্ত শ্রেণী

পৃথিবীর সবচেয়ে নিগৃহীত জাতি হল মধ্যবিত্ত। তারা অল্প টাকার মালিক হলেও সমাজে তাদের একটা অবস্থান আছে। এ কারণে মুখ ফুটে কোনদিন তাদের অভাবের কথাগুলো বলতে পারে না। চলমান সংকটে সবচেয়ে অসহায় হয়ে পরেছে মধ্যবিত্ত পরিবার গুলো। তারা নিজেরাও যেমন রোজগারে যেতে পারছে না ঠিক তেমনি কারো কাছে হাত পাততেও পারছে না। কেউ কেউ তাদের কে স্বাভলম্বী ভেবে সহায়তা হাত বাড়িয়ে দিচ্ছে না। আর কেউ তাদের অসহায়ত্বের সুযোগে নিয়ে তাদের ক্ষতি করছে।

নিম্নবিত্তরা ত্রাণ পেয়ে তাদের প্ৰয়োজন মিটায় কিন্তু মধ্যবিত্তরা সেটাও পারে না। আবার, ত্রাণ দেয়ার সময় মোবাইলে ছবি তোলা এবং সেই ছবি পরবর্তীতে ফেসবুকে দিয়ে প্রচার চালানোয় তাদের আত্মসম্মানে আঘাত লাগে। তাই, মধ্যবিত্তরা ত্রাণও নিতেও আসতে পারে না। সংসারের চাহিদা মেটাতে সবসময় হিমশিম খেতে হয় তাদের। একদিকে বাড়ছে জীবনযাত্রার খরচ অন্যদিকে হারাচ্ছে চাকরি নতুবা কমছে বেতন। পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে প্রায় অর্ধলক্ষ মধ্যবিত্ত শহর ছেড়ে গ্রামে ফিরছেন। কেউ কেউ বাসা বদল করে উঠছেন কম ভাড়ার বাড়িতে। বেশভূষার আড়ালে থেকে যায় তাদের বুকের ভেতরে থাকা চাপা কষ্ট-যন্ত্রণা গুলো। এখন প্রায় দেখা যায় মধ্যবিত্ত পরিবারের সন্তানরাও রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে চলে যাচ্ছে গ্রামে। তাদের অবস্থা এমন দাড়িয়েছে যে চাহিদা মেটানো দূরে থাক, অভাবও ঘোচাতে পারছেন না। তাই আমাদের উচিত মধ্যবিত্তের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া।

আবু জাফর

শিক্ষার্থী, বাংলা বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়