জনমত জরিপে ট্রাম্প থেকে এগিয়ে বাইডেন

জনমত জরিপে ট্রাম্প থেকে এগিয়ে বাইডেন

ছবিঃ সংগ্রহীত

এক দিকে করোনাভাইরাস সঙ্কট, অন্য দিকে যুক্তরাষ্ট্রজুড়ে চলা বর্ণবিদ্বেষবিরোধী বিক্ষোভ। এই পরিস্থিতিতে নির্বাচনের দিন এগিয়ে আসছে যুক্তরাষ্ট্রে। সেই ধারাবাহিকতায় জনমত জরিপে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে দিয়েছেন তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেন।

আমেরিকান সমীক্ষা সংস্থা গ্যালপ-এর একটি নতুন জরিপে দেখা গেছে যে ৩৮% আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ সমর্থন করছেন। অপরদিকে সাবেক ডেমোক্র্যাটিক ভাইস প্রেসিডেন্ট জো বিডেনের পক্ষ সমর্থন করছেন ৪৯% আমেরিকান।

জরিপে ট্রাম্প মিসিগান, পেনসিলভেনিয়া, উইসকনসিন এই তিন অঙ্গরাজ্যে জো বাইডেনের চেয়ে পিছিয়ে রয়েছেন, এই রাজ্যগুলোতে ২০১৬ সালের জরিপে হিলারি ক্লিনটনের চেয়েও বেশি ব্যবধানে বাইডেন এগিয়ে রয়েছেন।
সূত্র : ভোয়া