বুধবার আবারো বসছে সংসদ অধিবেশন

বুধবার আবারো বসছে সংসদ অধিবেশন

ফাইল ফটো

সাত দিন মুলতবির পর একাদশ জাতীয় সংসদের অষ্টম (বাজেট) অধিবেশন আগামীকাল বুধবার সকাল ১১টায় আবার বসছে। গত ৩০ জুন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশন ৮ জুলাই পর্যন্ত মুলতবি করেন। ওই দিন সংসদে ২০২০-২১ অর্থ বছরের বাজেট পাস করা হয়। নির্দিষ্টকরণ বিল, ২০২০ পাসের মাধ্যমে নতুন অর্থ বছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পাস করা হয়।

এদিকে এবার বৈশ্বিক মহামারি করোনা (কোভিড-১৯) সংক্রমন পরিস্থিতির কারণে অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে বাজেট পেশ করা হয়। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় সংসদ সচিবালয়ের ক্যালেন্ডার অনুযায়ি অধিবেশনের প্রতি বৈঠকে ৩৫০ জন সংসদ সদস্যের মধ্যে ৮০ থেকে ৯০ জন সদস্য অংশগ্রহণ করেন। গণমাধ্যম কর্মীদের সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার থেকে সংসদ অধিবেশনের খবর সংগ্রহ করতে হয়েছে।

এছাড়া করোনা পরিস্থিতির কারণে বাজেট আলোচানাও দু’দিনে শেষ করে অর্থ বিল এবং বাজেট পাস করা হয়।

সংসদ সচিবালয় থেকে জানা গেছে চলতি অধিবেশন আর এক বা দু’কার্যদিবস চলতে পারে। আগামীকালের বৈঠকে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার বিল,২০২০ পাস হতে পারে। এছাড়া অন্যান্য নিয়মিত কার্যসূচিও থাকবে।বাসস