বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ার আনুষ্ঠানিকতা শুরু করল যুক্তরাষ্ট্র

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ার আনুষ্ঠানিকতা শুরু করল যুক্তরাষ্ট্র

ছবিঃ সংগ্রহীত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ত্যাগ করার প্রক্রিয়া শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মে মাসেই সিদ্ধান্ত দিয়েছিলেন যে আমেরিকা আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার পথ আলাদা হতে চলেছে।

যদিও ইউরোপীয়ান ইউনিয়ন ও অন্য আরো সংস্থা এই সিদ্ধান্তের বিপরীতে মত দেয়, কিন্তু ট্রাম্প তার সিদ্ধান্তে অটল ছিলেন।

ট্রাম্প জাতিসঙ্ঘকে নিশ্চিত করেছে যে তারা একটা আনুষ্ঠানিক উপায়ে এই সংস্থা থেকে সরে আসতে চায় এবং সেটা সম্পন্ন হতে এক বছর পর্যন্ত সময় রাগতে পারে।

১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি জাতিসঙ্ঘের বৈশ্বিক গণস্বাস্থ্য নিয়ে কাজ করে। এই সংস্থাটির ১৯৪টি সদস্য দেশ আছে।

এর মূল লক্ষ্য বিশ্বে স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানো, নিরাপদ রাখা এবং যারা অসুস্থ তাদের সেবা করা।

প্রাথমিক স্বাস্থ্যসেবা দেয়া, নানা ধরণের ভ্যাকসিন নিয়ে কাজ করা, জরুরী স্বাস্থ্যসেবায় মাঠে থাকাই এই সংস্থার কাজ।

এর সদস্য দেশগুলো মূলত অর্থের যোগানদাতা। জনসংখ্যা ও ধনসম্পদ অনুযায়ী দেশগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থ দেয়।
সূত্র : বিবিসি