যশোর-৬ ও বগুড়া-১ আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে

যশোর-৬ ও বগুড়া-১ আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে

ফাইল ছবি

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ও বন্যা পরিস্থিতির অবনতির মধ্যেও সাংবিধানিক নিয়ম রক্ষার্থে যশোর-৬ ও বগুড়া-১ আসনে ভোটগ্রহণ চলছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকাল ৫টা পর্যন্ত।

 যশোর-৬ আসনে উপনির্বাচনে দুই লাখ তিন হাজার ১৮ জন ভোটার ভোট প্রদানের মাধ্যমে প্রায় ছয় মাস অভিভাবকহীন এ আসনের সংসদ সদস্য নির্বাচন করবেন।

নির্বাচনে আসনটিতে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার ও লাঙ্গল প্রতীকের প্রার্থী জাতীয় পার্টির নেতা হাবিবুর রহমান হাবিব।

এদিকে বগুড়া-১ আসনের উপনির্বাচন বন্যাকবলিত এলাকায় হওয়া কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে ভোটারদের কে।

বগুড়া-১ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা উপসচিব মাহবুব আলম শাহ জানিয়েছেন, বন্যাকবলিত এলাকা হওয়ায় বগুড়ার অন্তত ১০টি ভোটকেন্দ্র স্থানান্তরিত করে উঁচু ও নিরাপদ জায়গায় স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রের তালিকা গেজেটও করা হয়েছে। কোনোভাবেই ভোটের আর অসুবিধা হবে না।

উভয আসনের নির্বাচনকে নির্বিঘ্ন করতে মাঠে নেমেছেন বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।