যারা গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে :স্বরাষ্ট্রমন্ত্রী

যারা গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে :স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি সংগৃহিত।

                  

যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে গণপিটুনির মত ঘটনা ঘটাবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা এ ধরণের গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। গুজব ছড়িয়ে গণপিটুনিতে যারা অংশ নেবে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাড্ডায় স্কুলে গত শনিবার গণপিটুনিতে এক মাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় যারা জড়িত আছে ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হচ্ছে। এছাড়া সাড়া দেশে গুজব ছড়ানোর অভিযোগে আটক হয়েছে আরও ৮১ জন।

এসব ঘটনা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত কিনা তাও খুঁজে বের করা হবে বলেও জানান তিনি।